বিশেষ প্রতিবেদন
নীলফামারীর সৈয়দপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছাত্রনেতা মরহুম রিয়াজুল হক লিটনের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ২ টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডাঃ জিকরুল রোডে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয়ে, জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, সহ-সভাপতি শফিকুল ইসলাম জনি সহ সভাপতি জিয়াউর হক জিয়া সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মন্টু যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ খান, জেলা বিএনপির অন্যতম সদস্য শওকত হায়াত শাহ, দফতর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আবু সরকার সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সহ তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক মোঃ লোকমান হাকিম পৌর বিএনপির সভাপতি আলহাজ রশিদুল হক সরকার সাধারণ সম্পাদক শেখ বাবলু জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রেজওয়ান আক্তার পাপ্পু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম রাব্বীসহ স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ।