আলমগীর কবীর হৃদয়
আজ ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে বর্বোরচিত বোমা হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার নিন্দা জানানোর ভাষা নেই আমার, আজ মুসলিম বিশ্বের একটাই চাওয়া এই হত্যাযজ্ঞ বন্ধ হোক এবং ইসরায়েল তার উপযুক্ত শাস্তি পাক।
বর্তমান বিশ্বে বাংলাদেশও একটি বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ট মানুষের দেশ, স্বাভাবিক ভাবে এদেশের মানুষ ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিয়েছে। সে কারণে বাংলাদেশের বাজারে কোকাকোলা কোম্পানির কোমল পানীয়র বাজার ইতিমধ্যে তলানীতে চলে এসেছে, কিন্তু একই কোম্পানির বোতলজাত পানি কিনলে বাজারে প্রচলিত আছে সেটার বাজার আপাতদৃষ্টিতে এখনো ভালো তার কারণ অনেকের জানা নেই, কিনলে পানিও ইসরায়েলের পণ্য।
আসলে আমাদের বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে প্রচলিত কসমেটিক, প্রসাধনী, খাবার পানি, খাবার পণ্য, জুতা সেন্ডেল, তার অধিকাংশই ইসরায়েলের পণ্যর দখলে।
কথাগুলো কেন অবতারণা করলাম তারও একটা কারণ আছে, আমাদের যেমন ঈমাণি দায়িত্ব ইসরায়েলের পণ্য বয়কটের মাধ্যমে তাদের অর্থনৈতিক ব্যবস্থা দূর্বল করে দেওয়া,যাতে করে অন্তত পক্ষে অর্থনৈতিক ভাবে ইসরায়েল বাধাগ্রস্ত হলে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের রসদ যোগান দিতে হিমসিম খাবে দেশ হিসাবে ইসরায়েল,আমরা নৈতিক ভাবে বলতে পারবো ইসরায়েলের পণ্য কিনে আমাদের মুসলিম ভাইদের উপর অনৈতিক ভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ চালিয়ে যেতে সহযোগিতা করিনি আমরা, এটা যেমন সঠিক। ঠিক তেমনই আজ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ প্রতিবাদ করতে গিয়ে যখন আমরা বাটা’র শোরুম, কেএফসি’র শোরুম, কোকাকোলার শোরুম ভাঙচুর করছি এমনকি সেই সুযোগে অনেকে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করছি, এটা কি আমরা ঠিক কাজ করছি? একবার ভাবুন তো এই দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান গুলো কার? ইসরায়েলের না আমার আপনার আত্মীয় স্বজনদের আরেক মুসলিম ভাইয়ের, অবস্যই এই ব্যবসা প্রতিষ্ঠান গুলো মুসলমানদের কোন মুসলমানদের বিপক্ষে আমরা বিক্ষোভ করছি না,আমরা বিক্ষোভ করছি ইসরায়েলের বিরুদ্ধে আর যে দোকানপাট গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো আমাদের টাকায় গড়া এবং যে পণ্যগুলো দোকানে রয়েছে সে পণ্যগুলোও আমাদের দেশের টাকায় সরকারি নিয়ম মেনে আমদানি করা, তাই এইসব ব্যবসা প্রতিষ্ঠান এবং এইসব পণ্য যেগুলো বাজারে বিদ্যমান মজুদ রয়েছে সেগুলো নষ্ট করা মানে আমার আর একজন মুসলিম ভাইয়ের ক্ষতি করা।
আমাদের আজকের আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের করণীয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরায়েলের তৈরি সকল পণ্য বাংলাদেশের বাজারে নিষিদ্ধ করা এবং ইসরায়েলের সঙ্গে বানিজ্যিক চুক্তি বাতিল করা।
এই বিষয়ে আন্দোলনরত সকল দলমত নির্বিশেষে আপনারা সরকারের কাছে দাবী করুন ইসরায়েলের সঙ্গে সকল প্রচার বানিজ্যিক চুক্তি বাতিল করা হোক তাহলে ইসরায়েল সরকার ও বুঝবে মুসলিম বিশ্ব তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে।