শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের কালিহাতীতে সালাম ক্যাডেট একাডেমি থেকে ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্তি দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ৯ এপ্রিল ) সকালে একাডেমি প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই কৃতি শিক্ষার্থী সাদিকুন্নাহার ও স্মৃতি দেবনাথের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।
শিক্ষানুরাগী ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, অধ্যাপক খন্দকার বিপ্লব আহমেদ পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. সহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালাম একাডেমির পরিচালক খন্দকার আব্দুস সালাম।