বিশেষ প্রতিবেদক
বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কক্সবাজার জেলায় ৫৩টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে ২৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা থেকে এসব তথ্য জানা গেছে।
জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার তথ্যমতে, কক্সবাজার জেলায় মোট ৩১ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে। যেখানে শিক্ষার্থী সংখ্যা ২০ হাজার ২৩৪ জন। ১৪ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ২৮১ জন এবং ভোকেশনালের ৮ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১ হাজার ৫৬৪ শিক্ষার্থী।
উপজেলা ভিত্তিক তথ্য:
জেলার ৯ উপজেলার মধ্যে আয়তনে সবচেয়ে বড় চকরিয়া উপজেলায় পরীক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি। এসএসসি, দাখিল ও ভোকেশনালে ৮ কেন্দ্রে ৬ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। এরপর কক্সবাজার সদর উপজেলার অবস্থান। যেখানে ৭ কেন্দ্রে ৪ হাজার ৭৫০ জন শিক্ষার্থী। মহেশখালীর ৭ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৫৩৬ জন। উখিয়ায় ৬ কেন্দ্রে পরীক্ষার্থী ৩ হাজার ১৫৭। রামুতে ৭ কেন্দ্রে ২ হাজার ৫৪০ জন শিক্ষার্থী। টেকনাফে কেন্দ্র ৭ হলেও পরীক্ষার্থী ২ হাজার ৫২৩ জন। কুতুবদিয়ায় ৫ কেন্দ্রে পরীক্ষায় বসছে ১ হাজার ৬৯৩, পেকুয়ায় ৩ টি কেন্দ্রে ১ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী এবং ঈদগাঁও উপজেলায় ৩ টি কেন্দ্রে ১ হাজার ৮৬৪ এসএসসি, দাখিল ও ভোকেশনালে অংশ নেবেন।