মাহমুদুল হাসান আঃ কাদির বিশেষ প্রতিনিধি ।
গতকাল সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটে। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগীরা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন- চরআড়ালিয়া এলাকার সেন্টু মিয়ার ছেলে কাইয়ুম, শাহ মিয়ার ছেলে মুন্না, কাদির মিয়ার ছেলে সাইফুল মিয়া, খলিল মিয়ার ছেলে রমজান মিয়াসহ আটজন।
স্বজন ও এলাকাবাসী জানান, গতকাল বিকেলে কাইয়ুম (২১) ও মুন্না (২২) নামে দুই যুবকের সঙ্গে নৌকায় ঘুরতে যায় দুই বান্ধবী। সন্ধ্যার দিকে কৌশলে কাইয়ুম ও মুন্না নৌকা তীরে ভিড়ায় এবং দুই কিশোরীকে একটি উচ্চ বিদ্যালয়ের পেছনের নির্জন স্থানে নিয়ে যায়। পরে কাইয়ুম ও মুন্না তাদের আরো ছয় বন্ধুকে ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে দুই ছাত্রীকে ধর্ষণ করে চলে যায়। কিশোরীরা বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়।