মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
আজ ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে এসএসসির বাংলা প্রথম পত্রের পরিক্ষা। বাংলা প্রথম পত্রের পরিক্ষার প্রশ্ন পত্রে পাঞ্জেরি ও লেকচার গাইড অনুসরন করা হয়েছে। অধিকাংশ পরিক্ষার্থীরা ১শ মার্কের উওর দিতে সক্ষম হয়েছে। সৃজনশীল প্রশ্নপত্র সহজ হয়েছে। সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে অংশ নেওয়া পরিক্ষার্থীদের একাংশ অভিমত ব্যক্ত করেন। পরিক্ষা কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা হাসিমুখে সজনদের জড়িয়ে ধরেন। সন্তানের সাফল্যে অভিভাবকরাও উৎফুল্ল ছিলেন,শিক্ষকদের ছিল বুক ভরা আনন্দ। সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত তিন ঘন্টার পরিক্ষায় অংশ নেয় পরিক্ষার্থীরা। সারা সময়টা ছিল ব্যাস্ত। জীবনে এটাই প্রথম পাবলিক পরিক্ষা। প্রশ্ন কমান আসায় উদ্ধেগ ও উৎকণ্ঠার ছাপ ছিল না মুখে। এ পরিক্ষা কেন্দ্রে খুলনা জিলা স্কুল, সবুরননেছা, পাইনিয়ার, কালেক্টরেট, উদয়ন, রুপসা ও হাজী মালেক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের মধ্যে জিলা স্কুলের একজন পরিক্ষার্থী মো: রবিউল আজমির বলেন, প্রশ্ন পত্র তৈরিতে পাঞ্জেরি গাইড অনুসরন করা হয়েছে। একই স্কুলের দু পরিক্ষার্থী এস এম শফিউল ইসলাম ও তানভীর আহমেদ তমাল তারা বলেন, বাংলা প্রথম পত্রের সাতটি প্রশ্নের উত্তর দিয়েছেন। পরিক্ষা ভালো হয়েছে। পাঞ্জেরি গাইড থেকে প্রশ্ন এসেছে। একই স্কুলের রিসাদ, প্ররায় বলেন, লেকচার গাইড থেকে প্রশ্ন এসেছে। ১১ নাম্বার প্রশ্নের ” খ” দাগের হাকিকুল্লাহ ( হাকিবুল্লাহ) বানানটি ভুল এসেছে। হলের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সুরননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান মিম বলেন, প্রশ্ন খুব ভালো ছিলো। আলহামদুলিল্লাহ পরিক্ষা ভালো হয়েছে। আমি লেকচার গাইড অনুসরন করি। তার ধারনা প্রশ্ন পত্রে লেকচার গাইড অনুসরন করা হয়েছে। ফাতিমা উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থীদের মধ্যে থেকে রুপা, সাদিয়া জানান, লেকচার গাইড থেকে অনেক প্রশ্ন পেয়েছি। পরিক্ষা ভালো হয়েছে। আমরা শতভাগ প্রশ্নের উত্তর দিয়েছি। পরিক্ষায় প্রথম দিন অসদুপায় অবলম্বনের জন্য পাইকগাছা উপজেলার ৪ জন এবং ডুমুরিয়ার ১ জন বহিস্কৃত হয়। এসএসসি পরিক্ষার্থী ২১২ জন, দাখিল পরিক্ষায় ১১২ জন এবং ভোকেশনালে ৪১ জন অনুপস্থিত ছিল।জেলায় ২৫ হাজার ৮৭৪ জন অংশ নেয়।