মোঃ আবদাল মিয়া প্রতিনিধি
আয়োজনে মৌলভীবাজার ৪ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সংসদীয় আসনের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদপূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে লেমনগার্ডেন রিসোর্টে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু সভাপতিত্বে এসব নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট আবেদ রেজা জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রুয়েল আহমদ প্রমুখ ।
বক্তব্য রাখছেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।