মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যরো :
খুলনায় অভিযান চালিয়ে নগদ টাকা সহ ৪ জুয়ারিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার ৯ এপ্রিল রাতে দৌলতপুর থানাধীন মোড়ে এক বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৪ জনকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও যৌথ বাহিনীর একটি দল। এসময় আটককৃতদের সাথে নগদ ৪৪ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, খালিশপর থানাধীন নয়াবাটি এলাকার মরহুম হোসনে শেখের ছেলে হারুন শেখ(৪০), একই এলাকার মরহুম মোফাজ্জল গাজীর ছেলে লিটন গাজী (৫৭), চিত্রালী বাজারের মরহুম আশরাফ আলী মোড়লের ছেলে নাসির (৪৫) ও হাউজিং বাজারের মো: আবুল বাশারের ছেলে রুবেল(৪৫)। আটককৃতদের হেফাজতে থাকা নগদ টাকা সহ দুই সেট প্লেইং কার্ড ( তাস) জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানাযায়।