স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এস এস সি পরীক্ষার প্রথম দিনে, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে পরীক্ষা।
মুকসুদপুর উপজেলায় এস এস সি, দাখিল ও এস এস সি ভকেশনালের মোট ৫ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর প্রথম দিনে এস এস সি পরীক্ষার্থী ২৭৬২ জনের মধ্যে ২৭৩৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলো এবং ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। দাখিল পরীক্ষায় ৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২০ জন উপস্থিত ছিলো এবং ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এস এস সি ভকেশনালে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন উপস্থিত ছিলো এবং ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। পরীক্ষার প্রথম দিনে সকল কেন্দ্র মিলে ৩৩৬৪ জনের মধ্যে মোট ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান, গোপালগঞ্জ জেলা এডিসি (শিক্ষা) সালমা পারভীন, গোপালগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সেগবাতুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার প্রমূখ।
জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।