থানচি (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের থানচিতে জনগণের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতসহ জনবান্ধব গড়ে তোলার প্রত্যয়ে “পরিবর্তন চাই পরিবর্তন সম্ভব” এই প্রতিপাদ্যে গণসংহতি আন্দোলন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে থানচি কলেজ মাঠ প্রাঙ্গনে গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখা আয়োজনে, নতুন কমিটি গঠনের লক্ষ্যে রাফায়েল ত্রিপুরা সঞ্চালনায়, মংসাই মারমা সভাপতিত্বে, গণসংহতি আন্দোলন উপজেলা শাখা ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলন উপজেলা শাখা ১ম সম্মেলন উদ্বোধন করেন, জেলা সমন্বয়কারী মোঃ নিজাম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গণসংহতি আন্দোলন নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা। সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী এ্যাডভোকেট উথোয়াইওয়াং মারমা, গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী মোঃ আবুল কালাম, গণসংহতি আন্দোলন যুগ্ম সমন্বয়কারী এ্যাডভোকেট উচাই মং মারমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম ও ছাত্রনেতা মংমে মারমা প্রমুখ।
গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখা ১ম সম্মেলনে মংসাই মারমাকে সমন্বয়কারী, হিমংপ্রু মারমা হাইসিংনুকে যুগ্ম সমন্বয়কারী, সিনয়া ম্রোকে নির্বাহী সমন্বয়কারী, প্রদীপ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক ও উথোয়াইওয়াং মারমাকে অর্থ ও দপ্তর সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে।