বিশেষ প্রতিবেদক কক্সবাজার
আজ ১০ এপ্রিল ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৮-৩০ ঘটিকার সময় রামু উপজেলার মরিচ্যা চেকপোষ্ট এর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র পরিদর্শক দল নিয়মিত তল্লাশী কালীন কুতুপালং হতে চট্টগ্রাম গামী একটি ট্রাক তল্লাশি চালান। ট্রাক ড্রাইভার হচ্ছে মোঃ মনির হোসেন (৪৫), পিতা- মৃত নুরনবী, গ্রাম- গোমকোট, ডাকঘর- ময়ুরা, থানা- নাঙ্গল কোট, জেলা- কুমিল্লা কে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশী করে তার ড্রাইভিং সীটের নিচে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ২,৪৬,০০,০০০/-( প্রতি পিস ৩০০*৮২,০০০) টাকা মূল্যের ৮২,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় ড্রাইভারকে গ্রেপ্তার এবং গাড়ি জব্দ দেখিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।