মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা – বাগেরহাট মহাসড়কের গোপিয়া ব্রিজের পাশ থেকে আশিকুর বাসার সাদ (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার ১০ এপ্রিল রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকায় মাথায় আগাত প্রাপ্ত হয়ে মৃত্যু অবস্তায় হাইওয়েতে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়েছে। আশিকুর বসার সাদ খুলনা খালিশপুরের বড় বয়রা ফকির বাড়ির বাবলু( খায়রুল) বাশারের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার জাবুসা এলাকার খুলনা- বাগেরহাট মহাসড়কের গোপিয়া ব্রিজের পাশে মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাক্ত মৃত্যু অবস্থায় পথচারীরা দেখতে পেয়ে হাইওয়ে পুলিকে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কাটাখালি হাইওয়ে থানার এস আই আরাফাত জানান,সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে যথাযত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।