মাহফুজুর রহমান সাইমন শেরপুর
শেরপুরে এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে মোট ২২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় জেলার ৩৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষার শুরু হয়।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, শেরপুরে এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলো ১৫ হাজার ৮০২ জন। এর মধ্যে এসএসসিতে ১২ হাজার ১১৪ জন, দাখিলে ২ হাজার ৪৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ২১৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
প্রথম দিনের উপস্থিতি ও অনুপস্থিতির বিবরণ অনুযায়ী, এসএসসিতে মোট ১২,১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩টি কেন্দ্রে উপস্থিত ছিলেন ১২,০২৮ জন এবং অনুপস্থিত ৮৬ জন। দাখিল পরীক্ষায় ৭টি কেন্দ্রে মোট ২,৪৭১ জনের উপস্থিত ২,৩৫৭ জন এবং অনুপস্থিত ১১৪ জন। ভোকেশনাল (এসএসসি ও দাখিল) ৭টি কেন্দ্রে মোট ১,২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১,১৮৯ জন এবং অনুপস্থিত ২৮ জন।
জেলা শিক্ষা অফিসের তথ্য মতে, এবার মোট পরীক্ষার্থী ১৫,৮০২ জনের মধ্যে প্রথম দিন পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৫,৫৭৪ জন এবং অনুপস্থিত ছিলেন ২২৮ জন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান জানান, প্রথম দিন যারা অনুপস্থিত ছিলো, তাদের খোঁজ নিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন : অভিমানে এসএসসি পরীক্ষার আগের দিন সিয়ামের কাণ্ড
এদিকে, জেলার নকলা উপজেলায় মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিরিনা বেগম (৩৮) নামে এক নারীর। দুপুর ১২টার দিকে উপজেলার চর বসতি এলাকায় একটি অটোরিকশার চাপায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত শিরিনা বেগম উপজেলার রেহাই অষ্টধর গ্রামের সোহেল রানার স্ত্রী।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। মরদেহের সুরতহাল শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।