স্টাফ রিপোর্টার মোঃ আনিচুর রহমান
ঢাকা নটরডেম কলেজের অত্যন্ত মেধাবী ছাত্র সাবা আল জিহাদ রোল বিজ্ঞান -১২৬০৮১২১ গত ৭/৪/২৫ ইং তারিখ দিবাগত রাত ৯টায় ঢাকার উত্তর কমলাপুর ৪৮/১,মসজিদ গলি ভাড়া বাসা থেকে বেরহয়ে আর ফিরে নাই। সে অভাবী অতি দরীদ্র পিতা-মাতার একমাত্র ছেলে। সে ২০২৪ এ বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি পাশ করে নটরডেম কলেজে চাঞ্চ পেয়েছে। সে অতিমেধাবী, সহজসরল,নম্র স্বভাবের। তার পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও ট্রাউজার। তার জন্য বাবা-মা অসুস্থ্য হয়ে শয্যাশায়ী। কেহ সন্ধান পেলে নিম্নের ঠিকানায় যোগা যোগ করতে অনুরোধ করা হয়েছে।জিডি নম্বর-৪৮০, মতিঝিল থানা,ঢাকা
মোবাইল নং বাবা অবাইদুল ইসলাম-০১৭১৫-৫৭১৪২০, ওয়াটস এপ-০১৭১২-৮৩২০৬৭ অথবা অধ্যক্ষ, নটরডেম কলেজ ঢাকা।