স্টাফ রিপোর্টার মোঃ আনিচুর রহমান
এই বিক্ষোভ মিছিলটি ঢাকার শাহবাগে বিকাল ৩ টায় শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে থামবে। ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে দেশের সর্ববৃহৎ সমাবেশ হতে যাচ্ছে এটি। দলমত নির্বিশেষে সকলকে এই সমাবেশে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও ছাত্রনেতারা।
মার্চ ফর গাজার এই কর্মসূচীতে উপস্থিত থাকবেন–
জনপ্রিয় দ্বাঈ শায়েখ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারি, আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা মাওলানা মামুনুল হক, জুলাই গণঅভ্যুত্থানের ইমাম সাদিক কায়েম, সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ্, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ্ রিয়াদ ও প্রখ্যাত আলেম রেজাউল করীম আবরার। এছাড়াও দেশবরেণ্য অন্যান্য ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন।