মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রথিতযশা কর আইনজীবী, সিনিয়র রোটারিয়ান মনিরুল হুদা আজ সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি অয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আজ যোহর বাদ ধানমন্ডি তাকওয়া মসজিদে প্রথম জানা্যা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার বাদ যোহর খুলনা আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের দ্ধিতীয় জানা্যা অনুষ্ঠিত হবে। পরে টুটপাড়া কবর স্থানে দাফন করা হবে। তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।তার ইন্তেকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনার সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। তিনি একাধারে ভাষা সৈনিক আয়কর আইনজীবী, জনপ্রতিনিধি ও খুলনার সাংবাদিকতার পুরধা।বৃটিশ শাসনামলে মনিরুল হুদা বাগেরহাটে জন্ম গ্রহণ করেন।১৯৩৭ সালের ২৭ নভেম্বর। তার পিতা ছিলেন মরহুম সামসুল হুদা। তিনি বাগেরহাট মহকুমা প্রশাসক ছিলেন। তার মাতার নাম ছিল আমেনা খাতুন।