1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রতিশোধ হিসেবে বড় শাহীন খুন, নারী দিয়ে ফাদ পাতা হয় রাস্তার উপর ঘর তুলে চলাচলে বাধা সৃষ্টি করছে ২০০ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে। জ্যোতিষশাস্ত্রে নারায়ণ কুমার আচার্য্যের অনারেবল পিএইচডি অর্জন, জ্যোতিষশাস্ত্রে তরুণ কুমার আচার্য কৃষ্ণের অনারেবল পিএইচডি অর্জন, গলায় ভাত আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃ ত্যু জ্বালাকুমারী তরুণ সংঘের উদ্যোগে শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দিরে বাৎসরিক উৎসব ও মায়ের পূজা অনুষ্ঠিত উলিপুরে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় বাউফলে মৎস‍্য ব‍্যবসায়ীর উপর হামলা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করতে বিএমএসএফের আহবান

উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন

নিজস্ব প্রতিবেদক,চট্রগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,চট্রগ্রাম

সুস্থসংস্কৃতি চর্চার মাধ্যমে সাংস্কৃতিক ও মনোজাগতিক মুক্তি অর্জিত হয় এবং বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মানে শাস্ত্রীয়সংগীত বা শুদ্ধসংগীত চর্চা অত্যন্ত জরুরী। গত ১০ এপ্রিল বিকেল ৫টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলনের আয়োজন করে শ্রুতিঅঙ্গন। পার্থ প্রতিম মহাজন ও মৌসুমী সেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রুতিঅঙ্গনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রশিক্ষক শিল্পী লিটন দাশ। উদ্বোধকের বক্তব্যে খ্যাতিমান বংশীবাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম বলেন, মানবিক গুণাবলী বিকাশে এবং সুস্থ মানসিকতা সম্পন্ন নতুন প্রজন্ম তৈরি করতে শুদ্ধসংগীত চর্চা এবং বিওবান ও সরকারের পৃষ্ঠপোষকতা অতীব প্রয়োজন। শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের নব নিযুক্ত সভাপতি সুজিত ভট্টাচার্য দোলন বিগত বছর সংগঠনের প্রয়াত সভাপতি ড. জীবন চন্দ্র পাল, লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ, আজীবন সদস্য কবিয়াল অশ্বিনী দাশ, ডা. সন্দীপন দাশ ও পূর্বের সভাপতি প্রফেসর বেনু কুমার দে মহোদয়ের সংগঠনে অবদানের কথা তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ী ও সংগীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ বলেন, সকল শুদ্ধসংগীত চর্চারত প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে সকলের সু-সহযোগিতায় বাঁচিয়ে রাখতে পারলে সমাজ ও দেশ সমৃদ্ধ হবে এবং মানবিক গুণসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম। ২য় পর্বের শুরুতে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন এবং সংগীতজ্ঞ আজাদ রহমানের রচনায় এবং লিটন দাশের সংগীতায়জনে সম্মেলক সংগীত ভৈরবরাগে, “ভোর হলো ওঠোরে পাখি গান গায় ফুলকলি বাতাসে সুভাষ ছড়ায়, কিরোয়ানী রাগে, “কর্ম সাধনায় হও মনযোগী উদার হৃদয়ে হও জ্ঞান ভোগী, পন্ডিত ড. স্বর্নময় চক্রবর্তীর রচনায় ইমন রাগে তারানা এবং লিটন দাশের রচনায় মিশ্র কিরোয়ানী রাগে স্বরমালা পরিবেশন করেন শ্রুতিঅঙ্গনের শিল্পীবৃন্দ। তবলায়:অমর্ত্য চক্রবর্তী। এরপর মিয়াকী মল্লার রাগে ধ্রুপদ পরিবেশন করেন প্রণিতা দেব, পাখোয়াজে ত্রিদীপ কুমার বৈদ্য। তাদের পরিবেশনা দর্শক মনোযোগ সহকারে শোনেন। ভূপালী রাগে বিলম্বিত একতাল ও ত্রিতাল খেয়াল পরিবেশনরত সম্ভাবনাময় কিশোরী শিল্পী মনস্বিতা চৌধুরী, তাকে তবলায় সহযোগিতা করেন, অমর্ত্য চক্রবর্তী। তানপুরায় সহযোগিতা করেন, রাজু তালুকদার এবং নিপা দত্ত। তার পরিবেশনায় দর্শকে পিনপতন নিরবতা নেমে আসে এবং নিয়মিত রেওয়াজের ছাপ পাওয়া যায়। হারমোনিয়ামে সহযোগিতা করেন তারই সংগীতগুরু শিল্পী লিটন দাশ। এরপর সমবেত উচ্চাঙ্গনৃত্য” ভরতনাট্যম “ পরিবেশন করেন সুরাঙ্গন বিদ্যাপিঠ ডান্স একাডেমির ছাত্র-ছাত্রী বৃন্দ। পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী হিল্লোল দাশ সুমন। তাদের পরিবেশনায় হলভত্তি দর্শক মুহুর্মুহু করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন। চারুকেশী রাগে যন্ত্রসংগীত সারেঙ্গী পরিবেশন করেন ঢাকার শিল্পী শৌণক দেবনাথ ঋক, তাকে তবলায় সহযোগিতা করেন,অমর্ত্য চক্রবর্তী এবং প্রাত দাশ। শিল্পীর পরিবেশনা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। সমবেত তবলা লহড়া পরিবেশন করেন ‘রেওয়াজের’ ছাত্রছাত্রীবৃন্দ। পরিচালনায় পন্ডিত সুদীপ সেনগুপ্ত। তবলা লহরা পরিবেশনা খুবই পরিছন্ন ছিলো যারফলে শ্রোতারা আনন্দে আত্মহারা হয়ে পরেন। এরপর মঞ্চে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান প্রফেসর ড. অসিত রায় তিনি বিলম্বিত একতাল ও ত্রিতালে কলাবতী রাগে খেয়াল, তারানা, ঝোর,ঝালা, পরিবেশন করেন। তবলায়ঃ সুমন মজুমদার। হারমোনিয়ামেঃ লিটন দাশ। তাঁর পরিবেশনা এতোই উচ্চমার্গীয় ছিলো যে কিছুক্ষণ পর পর দর্শকশ্রোতারা করতালির বন্যায় আনন্দে ভাসছিলেন। তারপর সবশেষ সমবেত পটদীপ রাগে খেয়াল পরিবেশন করেন কলাবন্তী সংগীত একাডেমির ছাত্রছাত্রীবৃন্দ। পরিচালনায় মিতালী রায়। এত সুন্দর আয়োজনের জন্য দর্শক শ্রুতিঅঙ্গনের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট