মোঃ দেলোয়ার হোসেন কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলার কাহালু উপজেলা পাল্লা পাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিন কবিরাজের পুত্র আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয় র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ (৬৫)ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ (৩৭) কে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। ১২/০৪/২০২৫ খ্রি:শনিবার ভোরে আদাবর থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জানা যায় ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ ও তার ছেলে উপজেলা চেয়ারম্যান সুরুজ আত্ম গোপনে ছিলেন। তাদের নামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা অভিযোগে হেলাল উদ্দিন কবিরাজ এবং তার ছেলে সূরুজের নামে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ সুপার জনাব মো: জিদান আল মুসা পিপিএম সার্বিক দিক নির্দেশনায় বগুড়া জেলা ডিবি ওসি ইকবাল বাহার এর নেতৃত্বে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার করে দুইজনকে বগুড়া ডিবি কার্যালয় আনা হয় ।বগুড়া জেলার সদর থানার মামলা নং-৪৭, তারখি-১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি., ধারা-143/302/34/109/114 The Penal Code, 1860; তৎসহ 3/5/6 The Explosive Substances Act, 1908; মামলায় গ্রেফতার দেখানো হয়েছে । গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে বিষয়টা নিশ্চিত করেছেন ডিবি ওসি ইকবাল বাহার।