জুবায়ের রহমান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
রূপান্তরের আয়োজনে সুইজারল্যাড এম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবানে ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে সিটিআইপি এক্টিভস্ট গ্রুপের সক্রিয় কর্মীদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ এপ্রিল) সকাল ১০ টা থেকো দিনব্যাপী ঝিনাইদহের সৃজনী ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এই ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশ্বাস প্রকল্পের যশোর ক্লাস্টারের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু,আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহে কর্মরত ঢাকা আহসানিয়া মিশনের প্রতিনিধি খাইরুল ইসলাম জীবন। উক্ত সমন্বয় সভায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান,আগামী তিন মাসের কার্যক্রম সংক্রান্ত পরিকল্পনা প্রনয়ন এবং মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের তিনমাসের একটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
সমন্বয় সভাটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আল-মামুন। প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিলেন- ঝিনাইদহের কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস।সভার আলোচনায় বিগত তিনমাসের ক্রমকান্ড পর্যালোচনা করা হয়। সবশেষে সক্রিয় কর্মীদের পরিবেশনায় তারুণ্যের অভিযান নামে একটি নাটক মঞ্চায়ন করা হয়।