মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় মুকরিমা বিনতে মোহন (৯) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। আজ সকালে সোয়া ৯ টার দিকে নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী কবরস্থান মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ঢাকার কামরাঙ্গীচর যাওলা গ্রামের জনৈক মোহন ব্যাপারির মেয়ে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, রাস্তা পার হওয়ার সময়ে একটি ইট বোঝাই ট্রলি শিশু মুকরিমা বিনতে মোহনকে ধাক্কা দেয়। এতে সে মাথা গুরুতর আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খালিশপুর থানা অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি পৌনে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘাতক ট্রলিটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।