পটুয়াখালী বাউফল প্রতিনিধিঃ মোঃ রুবেল হোসাইন
পটুয়াখালী বাউফল উপজেলা ইউপি সদস্যকে তার নির্বাচনীয় এলাকায় ঢুকতে না দেওয়ার সাংবাদিক সম্মেলন করেবাউফল সদর ইউনিয়ন ১নং ওয়াড ইউপি সদস্য ও বাউফল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ মালেক খান মিথ্যা মামলা সহ সকল নেতা কর্মীর বিরুদ্ধে ষড়*যন্ত্র*মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন।শুক্রবার ১১ (এপ্রিল) সকাল ১০ টা দিকে
বাউফল সদর ইউনিয়ন তার নিজ নির্বাচনীয় এলাকায় ১নং ওয়াড কায়না বটতল সংবাদ সম্মেলন ।চুন্ন মিয়া কেও হুমকি দেওয়া হয় তাকে মেরে ফেলতে চায় ও তার তিন বছর বয়সে মেয়েকে মোটরসাইকেল দিয়ে গুরুতর আহত করে রাস্তায় পাশে ফেলে যায়
সুমন মৃধা ।দফাদার এর অভিযোগ করেন তার বাড়িতে থাকা মটরসাইকেল ভাংচুর ও বাসায় ভাংচুর করে তাদের বাসায় বাসায় থাকা ১২ বছর ছেলে উপর হামলা করার চেষ্টা করে ও তার অষ্টম শ্রেণিতে মেয়ে স্কুলে যাবার সময় সুমন মৃধা মারধর করা চেস্ট করে ।১নং ওয়াড মোঃ উজ্জ্বল চৌকিদারে বাড়িতে বেড়াতে আসা মেহমানের উপরও হামলার করা হয় ।
আবদুল মালেক অভিযোগে করেন তাকে মেরে ফেলা হুমকি দেওয়া ফোন করে যাতে সে এলাকায় না আসে হুমকি দাতারা হলো ।
১) লোকমান পিতা হানিফ মৃধা (২) সুমন মৃধা পিতা দেলোয়ার মৃধা (৩) জালাল মৃধা পিতা দেলোয়ার মৃধা (৪) জামাল হাওলাদার পিতা ছোরাব হাওলাদার (৫) সোহাগ হাওলাদার (৬) নোমান মৃধা পিতা কালাম মৃধা
চার টা দোকান বন্ধ করে দেওয়া হয় তার ভিতরে দুই জনই শারীরিক প্রতিবন্ধী দোকান বন্ধ করে দেওয়া হলে স্থানীয় লোকজন খুলে দেওয়া চেস্ট করলে তাদের কে হুমকি দেওয়া হয় ।আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির ও বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মনজু বাউফল উপজেলা ছাএদলে আহ্বায়ক মুজাহিদুল ইসলাম উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মনজুরুল আলম ও বাউফল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন ।