শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫’শ ৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. আল আমিন (২২) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল ২০২৫) দুপুরে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকায় দুলাল মেম্বারের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. আল আমিন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ধর্মপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।
মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) একেএম ইউনুছসহ অন্যান্য অফিসার ও সঙ্গীয় ফোর্সকে নিয়ে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচর বাংলাবাজার এলাকায় দুলাল মেম্বারের দোকানের সামনে থেকে ৫০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরে ৫০৩পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।