মাহফুজুর রহমান সাইমন শেরপুর
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১২ ই এপ্রিল শনিবার পালিত হয়েছে শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে শনিবার বিকেলে শ্রীবরদী মধ্যবাজারে রোজ ভ্যালি কফি হাউজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুলতান মাহমুদ সুমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসাইন শাকিল, পরশমনি বিশ্বাস, বোরহান মাহমুদ সহ সংগঠনের সদস্যবৃন্দ।
উল্লেখ্য ২০২৫ সালে আত্ম মানবতার সেবায় অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থা।