মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ফাগুয়া উৎসব পালন উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন ফাগুয়া উৎসব উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৭ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রীতম দাশ জানান, আগামী ১২ই এপ্রিল শনিবার উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে চা বাগান জনগোষ্ঠীর ঐতিহ্যেবাহী অনুষ্ঠান ফাগুয়া উৎসব উদযাপন পালন করা হবে। এতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এসময় উৎসবকে সফল করতে তিনি সকল পেশা ও শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বৈশাখী উদযাপন পরিষদের আহ্বায়ক তুহিন চৌধুরী, সদস্য সচিব নীলয় রশিদ তম্ময়, সাংস্কৃতিক কর্মী মো.তারেক ইকবাল চৌধুরী, নীলয় রশিদ তম্ময়, বৈশাখী,শুভাকাঙ্ক্ষী এহসানুক হক জাকারিয়া, শ্রীমঙ্গল থানার সাব ইন্সপেক্টর বাবলু পাল প্রমুখ।