1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০১:১৫ অপরাহ্ন

কুয়েট ক্যাম্পাসে শান্তিপুর্নভাবে প্রবেশ করলো শিক্ষার্থীরা

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

কুয়েট ক্যাম্পাসে শান্তিপুর্নভাবে বাধাহীন পরিবেশে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ দুপুর ৩ টার দিকে শিক্ষার্থীরা একজোট হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এসময় প্রধান ফটকে বিপুল সংখ্যক পুলিশ থাকলেও তাদের কেউ বাধা দেয়নি। প্রায় ৫২ দিন পর ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তারা সেখানে অবস্থান করে হল খুলে দেবার দাবি জানান।বিকাল পৌনে ৪ টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন। শিক্ষকরা তাদের বুঝিয়ে বলেন যে, সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হল গুলো খোলা সম্ভব নয়। এর আগে কতৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের প্রবেশ ঠেকাতে প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ বিভিন্ন পদক্ষেপ নেয় কুয়েট প্রশাসন। রোববার দুপুর ২ টা থেকে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে। একপর্যায়ে শিক্ষকরা সেখানে যান। দুই পক্ষের আলোচনা শেষে আইডি কার্ড যাচাই করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল গুলো বন্ধ ঘোষণা করেছিল কতৃপক্ষ। শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার দুপুর ২ টায় বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে ঢুকে হলে উঠার ঘোষণা দিয়ে আসছিল। তাদের আটকাতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ একাধিক সভা, প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি, বিজ্ঞপ্তি জারি ও অভিভাবকদের মোবাইলে এস এমএস দিয়ে শিক্ষার্থীদের কুয়েটে না পাঠানোর অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট