শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারে টেকনাফে সিএনজি তল্লাশি চালিয়ে ২০রাউন্ড গুলিসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২এপ্রিল) রাতের সাড়ে বারোটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে থেকে গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার মৃত হোছন আলীর ছেলে সেলিম (৩৭) ও তার স্ত্রী রাজিয়া আক্তার পুতুনি (৩০)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, শনিবার (১২এপ্রিল) রাতের সাড়ে বারোটার দিকে
থানার সহকারী উপ পরিদর্শক মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউপিস্থ চৌধুরী পাড়া সাকিনের অংশুক বৌদ্ধ বিহারের সামনে অস্থায়ী চেকপোস্টে রঙ্গিখালী হতে মিনাবাজারগামী একটি সিএনজিকে তল্লাশীর জন্য সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে সিএনজিতে থাকা যাত্রীদের আচরণ সন্দেহজনক হওয়ায় যাত্রীদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গুলি আছে স্বীকার করেন। পরে তাদের হেফাজতে থাকা২০ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে ধৃত আসামীরা উদ্ধারকৃত২০রাউন্ড গুলি পলাতক আসামী রবি আলম এর নিকট হতে সংগ্রহ করে অন্যত্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলে স্বাকীর করেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ও পলাতক
আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।