কাজী আব্দুস সোবহান আকন্দ উপজেলা প্রতিনিধি
আজ রবিবার সকাল ১১ঘটিকায় হালুয়া ঘাট উপজেলার অন্তর্গত ৯নং ধারা ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত্যু ব্যক্তি নুরুজ্জামান অন্ত (১৬)সে ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্রতি দিনের মতো অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরে। শনবার দিবাগত রাতে নির্ধারিত জায়গায় অটোরিকশারব্যাটারি চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দেয়া অন্ত। আজ রবিবার সকালে বৃষ্টির মধ্যে ওই সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।