মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু ,বান্দরবান প্রতিনিধিঃ
আসন্ন ধর্মীয় উৎসব সাংগ্রাই পোয়ে বৈশাবি উদযাপন উপলক্ষে আলীকদম জোনের উদ্যোগে একটি বিশেষ নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১২ এপ্রিল, ২০২৫ইং) তারিখে আলীকদম সেনা জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে, দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার, আলীকদম থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন কিয়াং ঘরের সভাপতি ও ভান্তেগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি সকলের সঙ্গে কুশল বিনিময়ের পর পূর্ববর্তী বছর সাংগ্রাই পোয়ে উদযাপনের সময়কার সমস্যাসমূহ ও তা থেকে নেওয়া শিক্ষার আলোকে করণীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি আসন্ন উৎসবকে ঘিরে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মেজর মোর্শেদ জানান, আলীকদম জোন ইতোমধ্যেই সেনাবাহিনীর টহল বৃদ্ধি করেছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করেন এবং সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠীকে কোনও ধরনের সহায়তা না দেন।
তিনি আরও বলেন, শুধু নিরাপত্তা নয়, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও আর্থ-সামাজিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রেখে চলেছে।
সভা শেষে প্রধান অতিথি এলাকার বিভিন্ন সাধারণ সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সকল ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর মানুষকে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানান।
সভা শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে সন্ত্রাস দমন ও চাঁদাবাজি প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান।