মাহফুজুর রহমান সাইমন শেরপুর
শেরপুরে নিখোঁজের দুই দিন পর একটি ভুট্টা খেত থেকে আনন্দ ইসলাম (২৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া নতুন ঈদগাহ্ মাঠে পাশের একটি ভুট্টা খেত থেকে আনন্দ ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।
আনন্দ ইসলাম শেরপুর সদরের ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে। এর আগে শুক্রবার বিকেল থেকে আনন্দ ইসলাম বাড়ি থেকে বের হয়ে আসার পর থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার শেরপুর সদরের ডাকপাড়ার বাড়ি থেকে বেড়ানোর কথা বলে আনন্দ ইসলাম বাড়ি থেকে বের হন। তিনি মাঝেমধ্যেই এভাবে বাড়ি থেকে ঘুরতে বের হতেন। তাই স্বজনরা খোঁজখবর নেননি। পরে আজ দুপুরে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এসময় স্বজনেরা আনন্দের মরদেহ শনাক্ত করেন।
শেরপুর সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পুলিশ এরই মধ্যে তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। আশা করছি দ্রুতই মূল রহস্য উদঘাটনে সক্ষম হব।’