সজিব শিকদার জেলাপ্রতিনিধি (বাগেরহাট)
বাগেরহাট, ১৪ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে। সকাল থেকেই জেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা হয়।
পরে শহরের কেন্দ্রস্থলে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি জনাব এম এ সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, "নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে আমরা চাই জনগণের অধিকার ফিরিয়ে দিতে। গণতন্ত্র পুনরুদ্ধারই হবে আমাদের নতুন বছরের অঙ্গীকার।"
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন। নববর্ষ উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং জেলার সাধারণ মানুষও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।