স্টাফ রিপোর্টের মোঃ লোকমান হাকিম
দশম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনায় উদ্ধার ও ১জনকে আটক করছে রংপর জেলার তারাগঞ্জ থানা পুলিশ। গতকাল নীলফামারী জেলার নীলফামারীর সদর উপজেলা থেকে এসএসসি পরীক্ষার্থী উদ্ধার ও ১জনকে অপহরণের ঘটনায় গ্রেফতার করে পুলিশ। এঘটনায় তারাগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মাসুদ রানা বলেন, গত ১৩ মার্চ কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্রী একই এলাকার শেখেরচক গ্রামের স্থায়ী বাসিন্দা প্রদিপ রায়ের মেয়ে অপহরণের ঘটনায় ৪ জনের নামে ১৯ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
মামলা হওয়ার পর এজাহার নামীয় ২নম্বর আসামী দীপক চন্দ্র হাজরাকে গ্রেফতার করে রংপুর জেল হজতে প্রেরণ করি। দশম শ্রেণির ছাত্রী বর্তমান সে এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে কান্ত চন্দ্র আত্নগোপন থাকায় গত ১৩এপ্রিল নীলফামারী জেলার সদর উপজেলা থেকে ভিকটিম উদ্ধার করি সাথে অপহরণকারী চক্রের এজাহার নামীয় আসামী ১নম্বর কান্ত চন্দ্র হাজারাকে আটক করে ১৪ এপ্রিল রংপুর জেল হাজতে প্রেরণ করেছি।