মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
জানা গেছে, চক্রটি প্রথমে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার সত্যজিতের কাছে গিয়ে গাছ সরানোর জন্য ৫ হাজার টাকার প্রস্তাব দেয়। তিনি রাজি না হলে চক্রটি অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এরপর তারা সরাসরি যান স্থানীয় দিঘির পাহাড়াদার বিদুরের কাছে। এলাকাবাসীর দাবি, পাহাড়াদারের সহযোগিতাতেই এই গাছ কাটা সম্ভব হয়েছে।
এদিকে, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার রোপণ করা গাছগুলো তিলকপুর ও মঙ্গলপুর গ্রামে ভাগ করে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে এসব গাছ মনিপুর পাড়া গ্রামের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, “সরকারি গাছ সরকারি হেফাজতেই থাকা উচিত। প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।”
ঘটনার পর এলাকা জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা।
বিস্তারিত ভিডিওসহ প্রতিবেদন আসছে…