আহসান মনজিল নওগাঁ।
নওগাঁ, ১৪ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আজ নওগাঁ জেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ। দিনভর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে নওগাঁ প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, মেলা এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় নওগাঁবাসী।
সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের এটিম মাঠ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাফিউল সারোয়ার বিপিএম বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রায় মুখোশ, আলপনা, লোকজ বাদ্যযন্ত্র ও বিভিন্ন গ্রামীণ উপকরণ ব্যবহার করে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়।
এছাড়া দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি, উপজেলা পর্যায়ের বিভিন্ন মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্রে নাচ, গান, কবিতা আবৃত্তি এবং পান্তা-ইলিশের আয়োজন করা হয়। শিশু-কিশোরদের জন্য ছিল আলাদা বিনোদনের ব্যবস্থা।
নওগাঁর জেলা প্রশাসক বলেন, “পহেলা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের একতাবদ্ধ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়।”
নওগাঁবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছিল পুরো জেলা। শান্তিপূর্ণ পরিবেশে এবারের পহেলা বৈশাখ উদযাপন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সবাই।