মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
রাত ৮ টার মধ্যে হল খুলে দেওয়ার দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী। এর আগে এ দাবিতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের কাছে লিখিত আবেদন করে তারা। শিক্ষক শিক্ষার্থীরা জানান, দেড় শতাধিক শিক্ষার্থী দুুপুর আড়াইটার দিকে বন্ধ থাকা কুয়েটের প্রধান গেটের সামনে জড়ো হয়। কুয়েট কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা বেলা তিনটার দিকে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে। এর পর তারা প্রশাসনিক ভবনের সামনে যায়। সেখান থেকে বিকাল ৪ টায় শিক্ষকরা তাদের বুঝিয়ে বলেন যে সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হল গুলো খোলা সম্ভব নয়। শিক্ষার্থীরা প্রেসব্রিফিং এ বলেন, হল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তাদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। অনেক শিক্ষার্থী হলে থেকে বাহিরে টিউশনি করেন। তারা টিউশনি করতে পারছেন না। তারা রাত ৮ টার মধ্যে হল খুলে দেওয়ার জন্য কতৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন। কতৃপক্ষ যদি দাবি পুরন না করে তাহলে তারা আলোচনা করে পরবর্তী কর্মসুচী নির্ধারন করবে। কুয়েট সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার জন্য লিখিত আবেদন জানিয়েছেন।বিষয়টি শিক্ষক প্রতিনিধিরা উপাচার্যকে জানাচ্ছেন। তবে সিন্ডিকেটের সভা ছাড়া হল খোলা ও একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের দুটি গেটে পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা জানান, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বহিরাগত ও এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল গুলো বন্ধ ঘোষণা করেছিল কতৃপক্ষ।