মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার
কমলগঞ্জ, মৌলভীবাজার: ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ২য় দিনে কমলগঞ্জ উপজেলার সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কমলগঞ্জ উপজেলা শাখা।
উল্লেখ্য, কেন্দ্রটিতে আগত ৫ শতাধিক পরীক্ষার্থীর মাঝে কলম, খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়। এই কার্যক্রম পরিচালিত হয় পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও মানবিক সহযোগিতার অংশ হিসেবে।
উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভির রায়হান ওয়াসিমসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও তাদের উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা আশা করি, তারা যেন সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারে।”
শুভ কামনা জানানো হয় সকল পরীক্ষার্থীদের প্রতি।