মোঃ নাজিম মিয়া স্টাফ রিপোর্টার মৌলভীবাজার জেলা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…
কমলগঞ্জ উপজেলার চৌমুহনীস্থ বিশিষ্ট ব্যবসায়ী এবং জনমানুষের প্রিয়মুখ হাজী মোঃ দুরুদ মিয়া ইন্তেকাল করেছেন (আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন)। শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এই নির্লোভ ও সদালাপী মানুষটি সম্প্রতি অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার তাঁর জানাজা অনুষ্ঠিত হয় চৌমুহনী জামে মসজিদ প্রাঙ্গণে। জনসমুদ্রের সেই প্রাঙ্গণে হাজার হাজার মানুষ অংশ নেন মরহুমের শেষ বিদায়ে। কান্নাভেজা মুখ, নীরব ভালোবাসা আর শ্রদ্ধায় মোড়ানো পরিবেশে তাঁকে বিদায় জানান এলাকাবাসী।
হাজী মোঃ দুরুদ মিয়া ছিলেন শুধু একজন সফল ব্যবসায়ী নন, বরং কমলগঞ্জের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি সকলের আপনজন হয়ে উঠেছিলেন তাঁর আচরণ, সততা ও মানবিকতায়। তাঁর অকালপ্রয়াণে কমলগঞ্জবাসী হারাল একজন আপন অভিভাবকতুল্য মানুষকে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন। আমিন