আবু কাওসার সিয়াম শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ীর০৯ নং মরিচপুরান ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ও বিএনপি নেতা আইয়ুব আলী মৃত্যুবরণ করায় নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) ভোরে তিনি নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাত ১টা পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদের কাজে পরিষদেই ছিলেন। বাড়ি ফিরে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে যান। ভোর ৬টার দিকে তার কক্ষে গেলে বিছানায় এলোমেলোভাবে তাকে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোজাকুড়া নতুন কবরস্থান ঈদগাহ মাঠে বাদ আসর মরহুমের জানাযা নামাজে তার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, রাজনৈতিক দলের নেতাকর্মী, মরিচপুরান ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ কয়েক হাজার শুভাকাংখী জানাযা নামাজে অংশ নেন। পরে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আইয়ুব আলী সরকারী নাজমুল স্মৃতি কলেজের সবশেষ ছাত্র সংসদের এজিএস ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ছিলেন। সে ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জল, সদালাপি ও মিশুক প্রকৃতির ছিলেন।
ইউপি চেয়ারম্যান ও রাজনীতিবিদ আইয়ুব আলী’র মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে তার পরিবারে সমবেদনা জানান।