এস এম ফয়সাল রহমান স্টাফ রিপোর্টার
ডিবি পরিচয় অজ্ঞাত ৩ থেকে ৪ ব্যক্তি খুলনা সোনাডাঙ্গা থানাধীন বয়রা আন্দির ঘাট এলাকায় এক বাসায় ঢুকে পড়ে পরবর্তীতে বাসার লোকজন তাদেরকে ডাকাত বলে এবং ডাকাত বলে চিল্লাচিল্লি করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে বাসায় চলে আসে পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে এবং পুলিশ প্রশাসনকে খবর দেয় পুলিশ প্রশাসন আসার পরে তারা জানায় তারা মূলত ছাত্রদেরকে নিয়ে কাজ করে ছাত্র সংগঠন এবং তারা এখানে অনলাইন জুয়া এজেন্সি পরিচালনা করছে যারা তাদেরকে ধরতে এসেছে এবং তারা জানিয়েছে তারা আসার সময় খালিশপুর ডিবি অফিসে জানিয়ে এসেছে সেখানকারএক ডিবিএসআই বলেছে ওদেরকে তো খুঁজে পাওয়া যায় না বাসায়ও পাওয়া যায় না আগে আপনারা দেখেন তারা বাসায় আছে কি না আমাদের জানাবেন কিন্তু তারা জানানোর আগেই বাসায় ঢুকে পড়ে এবং তারপর তাদের জানাই সুতরাং তারা আইন হাতে তুলে নিয়েছে যে কারণে তাদেরকেও পুলিশ আটক করেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোন মামলা হয়েছে কিনা সেটা এখনো জানা যায়নি। খুলনায় অনলাইন জুয়ার এক এজেন্টসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা আন্ধীরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে অনলাইন জুয়ার আইডিসহ ল্যাপটপ, মুঠোফোন, ডিভাইস জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো- ইখতিয়ার উদ্দিন সুমন ও মুন্না। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুন্নার ছবি স্টিকারযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সুত্র জানিয়েছে।