হুমায়ুন কবির জেলা প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইলে ভয়ঙ্কর খলিলের অত্যাচারে অতিষ্ঠ গ্রামের মানুষ। গতকাল বিকাল ৪ ঘটিকা সিংদই টঙ্গীরচর এলাকায় সন্ত্রাসী খলিলের বিরুদ্ধে মানববন্ধন করেন গ্রামের শত শত নারী ও পুরুষ। মানববন্ধনে উপস্থিত নারী পুরুষের অভিযোগ ছিল খলিল একজন সন্ত্রাসী ও অস্ত্রধারী ক্যাডার। তারা আরও বলেন খলিল একজন মাদক ,জুয়া খেলা,ইভটিজিং ও নারী নির্যাতনের সাথে নানা অপরাধের চিহ্নিত একজন অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মাডার,অস্ত্র ডাকাতি সহ বিভিন্ন মামলাও রয়েছে বলে জানান তারা। স্কুল কলেজ শিক্ষার্থীদের দিয়ে মাদক পাতের বাধ্য করা হতো। তার বিরুদ্ধে হলেই পরিবারের লোকজনকে নানারকম মামলা হামলার ভয় দেখিয়ে কাবু করে নিতে। এমন কি তারা আরও বলেন সন্ত্রাসী খলিলের সাথে জড়িত কিছু অসাধু পুলিশ কর্মকর্তারাও রয়েছেন।
পরিশেষে গ্রামবাসী জানান এসমস্ত কর্মকাণ্ড থেকে মুক্তি চায় গ্রামের শত শত নারী ও পুরুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও।