মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু ,
খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও রাঙ্গামাটির কাউখালীতে ধর্ষণের বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান আদিবাসী ছাত্র সমাজ।
রবিবার (২০ এপ্রিল) বেলা ৩ টায় বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী ম্যালকম ম্রো বলেন, আমরা আর কোন সংঘাত চাইনা, কোন মায়ের কোল খালী হোক আমরা তা আর চাই না, সে হোক পাহাড়ী হোক সে বাঙালী, হোক সমতলের হোক সে পাহাড়ের, হোক ফিলিস্তিন হোক পাহাড়, যেখানে অন্যায়, নিপীড়ন হবে সেখানেই সোচ্চার হয়ে প্রতিবাদ হবে বলে মন্তব্য করেন। অবিলম্বে অপহৃত পাঁচ শিক্ষার্থীর দ্রুত মুক্তি দাবী করে তিনি আরো বলেন,
গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী অপহরণের শিকার হয়। অপহৃত শিক্ষার্থীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, অলড্রিন ত্রিপুরা, দিব্যি চাকমা, রিশন চাকমা ও লংঙি ম্রো। এ ঘটনায় বিভিন্ন মহল পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কে দায়ী করছে ।অপহরণের আজ ৪ দিন পেরিয়ে গেলেও অপহৃতদের কোন হদিস পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে অদ্যবদি দৃশ্যমান কোন কার্যকরী পদক্ষেপ পরীলক্ষিত হচ্ছে না বলে জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।
গত ২৫ মার্চ থেকে ১৩ এপ্রিল রাঙ্গামাটি কাউখালীর বড়ড়লু গ্রামে মো.ফাহিম (২৫) পাহাড়ি এক নারীকে নিজ বাসায় আটকে রেখে অমানষিক শারিরীক নির্যাতন, ধর্ষণ ও জোরপূর্বক ধর্মান্তর করে।পরে ১৭ এপ্রিল ভিকটিম কোনমতে পালিয়ে আসতে সক্ষম হলে কাউখালী থানায় এনিয়ে মামলা করেন ভূক্তভোগী ।মামলার ৩ দিন পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেননি প্রশাসন।
অপরদিকে অপহৃত শিক্ষার্থীদের পরিবার ও তাদের সহপাঠীরা চরম উৎকণ্ঠায় দিন পার করছে।
রাজনীতির নামে সাধারণ শিক্ষার্থীদের অপহরণ ও দীর্ঘদিন আটক রাখার এমন হীন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি রাঙ্গামাটির ধর্ষণের অভিযুক্তকে গ্রফতারের দাবি জানানো হয়।
পাশাপাশি, অবিলম্বে খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্তে ও সুস্থ শরীরে মুক্তি, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ গ্রহণ, অপহরণের সাথে যুক্ত সবাইকে গ্রেফতারপূর্বক শাস্তির আওতায় আনা, ধর্ষক মো. ফাহিম ও তার সহযোগীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং পার্বত্য চট্টগ্রাম সহ সারাদেশ নারীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫টি দাবি জানানো হয় এই সমাবেশে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থী বিটন তঞ্চঙ্গ্যা, চবি শিক্ষার্থী ম্যালকম ম্রো , শিক্ষার্থী উলিচিং মারমা, এডিসন চাকমা, তনয়া ম্রো,উসিং ম্যা মারমা, অংশৈসিং মারমা,ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সহসভাপতি জন ত্রিপুরা, এসময় বান্দরবান আদিবাসী ছাত্র সমাজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশ নেন।