বিশেষ প্রতিবেদক কক্সবাজার
রাখাইন সম্প্রদায়ের নববর্ষ রাখাইন সাংগ্রেং ১৩৮৭ সালে এর অনুষ্টানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াছমিন চৌধুরী। রাখাইন তরুণীদের সাথে জলকেলি অনুষ্ঠানের রাখাইনদের ঐতিহ্যবাহী পোষাকে নিজেও উপস্থিত হন এবং রাখাইন তরুণীদের সাথে ফটোসেশনে অংশগ্রহন করেন । উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘শুভ রাখাইন সাংগ্রেং-১৩৮৭’ রাখাইন সংস্কৃতির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাখাইন সাংগ্রেং উৎসব উপলক্ষ্যে রাখাইন সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রধান অতিথি এটি শুধুমাত্র একটি আনন্দের উৎসব নয় বরং নতুন আশা ও নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসা রাখাইন সাংগ্রেং উৎসব হোক আনন্দে ভরা, সফলতাময় এবং সকলের জীবনে সুখের বার্তা নিয়ে আসুক।
রাখাইন সম্প্রদায়ের পুরানো রাখাইন বর্ষকে বিদায় ও নতুন রাখাইন বর্ষকে জল ছিটিয়ে বরণ করতে ‘সাংগ্রাইং পোয়ে’ বা জলকেলি উৎসব । কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন এর দক্ষিন রাখাইন পাড়ায় অনুষ্টিত উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌফলদন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মনজুর আলম, এতে সভাপতিত্ব করেন আপ্রুমংসে ।
রাখাইন তরুণীদের সাথে জলকেলি অনুষ্ঠানে অত্র এলাকার শতশত নারী পুরুষ উপস্থিত ছিলেন, উপস্থিত অনেকেই এই অনুষ্টানে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে পেয়ে উচ্ছশিত হয়ে উঠেন এবং তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।