1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সয়াবিনের মুল্য বৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহারে দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফেসবুকে হু ম কি দিয়ে কলেজ ছাত্র কে খু,ন ১ লা মে থেকে কক্সবাজার শহরে অবৈধ টমটম, মিশুক ও অটো রিক্সা চলানোর জন্য জেলা প্রশাসনের মাইকিং সম্প্রীতির মিলন মেলা বৌদ্ধদের প্রাচীনতম উৎসবে ভাঙ্গুড়ায় চুরি করে নিয়ে আসা ট্রলিসহ ২ চোর আটক  সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ কেজি রূপাসহ ৩০ লাখ টাকার মালামাল আটক আশাশুনি আশাশুনির বড়দল ইউনিয়ন এর কৃষকরা অভিশপ্ত জলবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছেন সৈয়দপুরে কৃতি সন্তান মোঃ আনিসুল হক চৌধুরী মানবতার মাদার তেরেসা সম্মাননা প্লেন জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ চীনের ১০০০ শয্যার হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবিতে সভা

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ১৩ কেজি রূপাসহ ৩০ লাখ টাকার মালামাল আটক

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি। 

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপাসহ ৩০ লক্ষধিক টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে। আটককৃত অন্যান্য মালামালের মধ্যে রয়েছে শাড়ি, বোরকা, ঔষধ, মোবাইল ও সাবান।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে মাদরা বিওপির হাবিলদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে বিজিবি সদস্যরা ভাদিয়ালী এলাকায় অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ০১টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা উদ্ধার করে। আটক রূপার আনুমানিক মূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।

উদ্ধারকৃত ভারতীয় রূপা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরুপন করতঃ কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করেছে।

বিজিবি জানায়, ভোমরা বিওপির পৃথক দুইটি আভিযানে নটিজঙ্গল হতে ৪৬ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ও সাবান আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে তেতুলবাড়ি হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে গেড়াখালী হতে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। এছাড়াও, মাদরা বিওপির আভিযানে শ্মশ্বান মাঠ হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

আটক রূপা ও অন্যান্য মালামালের সর্বমোট মূল্য ৩০ লাখ ০১ হাজার ০৫০ টাকা।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট