মোঃ রাশেদ আলী স্টাফ রিপোর্টার নওগাঁ।
আসুন নওগাঁ জেলার কিছু ডায়াগ্রাম দেখি তারপর বুঝবো যে কতটা অবহেলিত সেই জায়গা থেকে আধুনিক হাসপাতাল কতটা প্রয়োজন,নওগাঁ জেলায় মোট 11 টি উপজেলা রয়েছে ।
আর এর আয়তন প্রায় 3435.67 বর্গকিলোমিটার এর জেলার মানুষের অর্থনৈতিক সোর্স হচ্ছে কৃষি:(ধান গম সরিষা সবজি ইত্যাদি) ও ব্যাপক পরিমাণে আম উৎপাদন সেই জায়গা যেহেতু এটা সীমান্ত জেলা সেক্ষেত্রে সদর থেকে অনন্য উপজেলা গুলোর দূরত্ব অনেকটা সেক্ষেত্রে নেই
সেভাবে সড়ক যোগাযোগ ও রেল যোগাযোগ তার মধ্যে "খরার ওপর খাঁ" হয়ে দাঁড়িয়েছে চিকিৎসা ব্যবস্থা জেলা পর্যায়ে রয়েছে একটি সরকারি মেডিকেল যদিও সেটা কিছুদিন আগে বন্ধের পরিকল্পনা চলছিল এবং চিকিৎসার গুণগত মান এখনো সেভাবে উন্নত করতে পারেনি তাই এই নতুন স্বাধীন বাংলায় খেটে খাওয়া সাধারণ দিনমজুরি থেকে শুরু করে এলিট শ্রেণীর সকলের জন্য একটি গুণগত সম্পন্ন হাসপাতাল প্রয়োজন তাই চীনের প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতাল নওগাঁ জেলায় হোক এই কামনা করি!
আসুন আমরা সকলে এক হয়ে আবেদন জানাই সরকারের কাছে যাতে আমার একটি উন্নত মানের হাসপাতাল পাই!