1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে হাঁস গিলে ফেলা অজগর সাপ ধরা পড়েছে মতলব উত্তরে আ.লীগের অফিস দখল সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি মতলব উত্তরে এসএসসি পরীক্ষায় ১ পরীক্ষার্থী বহিষ্কার  কমলগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সরকারি চাউলসহ কৃষকদল নেতা ধরা, দল থেকে বহিষ্কার পুলিশের অভিযানে মাদক, জুয়া সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৭ জন আলমডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী সাদ্দামের আর এক সহযোগী অবৈধ অস্ত্র ও মাদকসহ আটক কক্সবাজারের সাবেক মহিলা সংসদ সদস্য জনাবা ছালেহা খানম এর শারিরীক অবস্থার অবনতি আলোচিত কলেজ ছাত্র ফরহাদ হোসেন হত্যার পূর্ন তদন্তের দাবি পরিবারের বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

মতলব উত্তরে আ.লীগের অফিস দখল সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি

শহিদুল ইসলাম খোকন : 
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম খোকন : 

২০২৪ এর ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়টি বন্ধ ছিল। কিছুদিন পূর্বে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা না করেই কার্যালয়টি দখলে নিয়ে নেন বিএনপির কিছু সংখ্যক নেতৃবৃন্দ। বিষয়টি সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নজরে আসলে তিনি নেতৃবৃন্দকে নির্দেশ করেন অতি শীঘ্রই ফ্যাসিস্ট আওয়ামীলীগের ঐ কার্যালয়টির দখলদারিত্ব ছেড়ে দেওয়ার জন্য।

তানভীর হুদার নির্দেশ সোমবার (২১ এপ্রিল) বিকেলে ঐ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কার্যালয়টি দখলমুক্ত করে দেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের নেতা তানভীর হুদা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জানতে পারে যে সুজাতপুর বাজারে বিএনপি’র একটি কার্যালয় উদ্বোধন করা হযেছে। সুজাতপুর বাজারটি মতলব উত্তর উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই কার্যালয়টি পূর্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দলীয় কার্যালয় ছিল। আমাদের বিএনপির নীতি ও আদর্শ আমাদের এটি অনুমতি দেয় না যে আমরা অন্য কারো অফিস বা জায়গা দখল করে আমাদের দলের কার্যালয় প্রতিষ্ঠা করবো, বিশেষ করে সুজাতপুর বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে।

সুতরাং, আমাদের নেতা তানভীর হুদা নির্দেশ দিয়েছে, অতি দ্রুত সময়ের মধ্যে এই কার্যালয়টি বন্ধ করে দেয়া হোক। প্রয়োজনে এই বাজারে অন্য কোনো বিতর্কহীন স্থানে আমরা সম্পূর্ণ নিজ উদ্যোগে বিএনপির একটি অফিস প্রতিষ্ঠা করবো। আমরা তানভীর হুদার নির্দেশনায় কার্যালয় বন্ধ করলাম।

বক্তব্যে আরো বলেন, বিএনপি জনগণের দল। জনগণের মনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে-এমন কোনো কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে বলে জানিয়েছেন তানভীর হুদা।

মুঠোফোনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন চাঁদাবাজি, দখলদারিত্ব, সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। বিএনপিতে কোন চাঁদাবাজ ও দখলদারিত্বের স্থান নেই। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সুজাতপুর বাজারের বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমি নেতৃবৃন্দকে এগুলো বন্ধ করার নির্দেশনা দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেন, দুলু ভূঁইয়া, হাসান সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হালিম সরকার রিংকু, যুবদল নেতা মিজানুর রহমান প্রধান, বাগানবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মফিজুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আল আমিন রহমান, শ্রমিক দল নেতা কবির হোসেন, ছাত্রদল নেতা ইমরান হোসেন, তানজিল প্রধান প্রমুখ।

মতলব উত্তরে আ.লীগের কার্যালয় দখলের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যালয় থেকে সরে দাঁড়ালেন বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট