মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার
পাবনার ভাঙ্গুড়া উপজেলার -ভাঙ্গুড়া পৌর সভার কালি থেকে ভাঙ্গুড়া বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত থেকে সড়কের কার্পেটিংয়ের কাজ বন্ধ করতে বলে এলাকার জনগণ আরো বলে আপনারা ভালো করে কাজ করতে হবে। এরই মধ্যে কার্পেটিংয়ের পাথর ঝরঝরা হয়ে উঠে যাচ্ছে এছাড়াও হাতে দিয়ে দেখা যায় এক পিচ করে পাথর দিলে হাত বা পা ঠেলা দিলে উঠে যাচ্ছে কার্পেটিংয়ের কিছু অংশ।
সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম এবং একজন সমন্বয়ক উপস্থিতি তে এলাকার জনসাধারণ মিলে এলাকাবাসীর পক্ষে
অভিযোগ, করে কালি থেকে ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিম্নমানের ও প্রয়োজনের চেয়ে কম নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে।
এলাকার জনগণ সড়কে এসে কাজটি বন্ধ করে দেয় এলাকাবাসীর দাবি আরো ভালো মানের বিটুমিন দিয়ে ভালো মানের কাজ করার লক্ষ্যে ঠিকাদারকে কাজ করার অনুরোধ জানায়
তাই তারা সড়কটি পূনরায় সংস্কারের দাবি জানিয়েছেন সড়ক ও জনপদ কর্তৃপক্ষের কাছে।