হুমায়ুন কবির জেলা প্রতিনিধি।
ময়মনসিংহের মেছুয়াবাজারে ৮৫ কেজি ক্রয় করার পর মুরগী হয়ে গেল ৩০ কেজি। ঘটনাটি ঘটে (২০ এপ্রিল) বেলা ১১ ঘটিকায় ময়মনসিংহের চরপাড়া মেডিকেল কলেজ হোস্টেলের ছাত্রী তাহমিনার সাথে। তাহমিনা বলেন আমি মুরগী ক্রয় করলাম ৮৫ কেজি,জবাই করার পর মুরগির নাড়িভুড়ি ও অন্যান্য অংশ বাদে মুরগী হয়ে গেল ৩০ কেজি। যেখানে ব্যবসায়ীদের মতামতেই ৮৫ কেজি মুরগীর নাড়িভুড়ি ও অন্যান্য সব বাদে ৭৫ কেজি হবার কথা। কিন্তু সেখানে হয়েছে ৩০ কেজি। ৩৫ কেজি মুরগী কম হওয়াতে ময়মনসিংহের মেছুয়াবাজারে হইচই শুরু হয়েছে। এমন হইচই দেখে স্হানীয় আরও দুই ব্যবসায়ী ২০ কেজি মাংস যোগ করে মোট ৫০কেজি মাংস বুজিয়ে দেয়।
সেখানে অধিকাংশ সাধারণ জনতা বলেন শুধু এই বাজারেই নয় প্রতিটি বাজারেই মুরগী, মাছ,মাংস,সবজি ও ফল সবকিছুতেই ওজনে কম দিচ্ছে বিক্রয়তাগণ। তারা আরও বলেন কেউ যদি তা প্রতিবাদ করতে যা পরে তাকেই অপমান হতে হয়। এমন কি এইসবের প্রতিবাদ করা নিয়ে ক্রেতার গায়ে হাতও তুলার ঘটনা রয়েছে।
বাজার করতে আসা ভুক্তভোগীরা বলেন এমন বিষয় গুলো কে ভোক্তা অধিকার, জেলা প্রশাসক ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শক যেন অচিরেই ব্যবহারটা গ্রহণ করেন।