হুমায়ুন কবির জেলা প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইলে প্রশাসনের উদ্যোগে হাজতীদের জন্য তৈরি করা হয় বুক কর্নার।
(২২ এপ্রিল) মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে তৈরি করা হয়েছে হাজতীদের জন্য এই বুক কর্নার। এ বুক কর্নার নান্দাইল মডেল থানায় হাজতীদের জন্য তৈরি করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার। দেখা যায় স্বাধীনতার পর এই প্রথম নান্দাইল মডেল থানায় হাজতীদের জন্য বুক কর্নার তৈরির পরিকল্পনা ও উদ্যোগ নেন।
এখানে থাকবে পবিত্র আল-কোরআন,হাদিসের বিভিন্ন গ্রন্ত,গল্প,উপন্যাস ও বিভিন্ন মোটিভেশন গ্রন্ত। যা দিয়ে দিশেহারা ব্যাক্তি পাবে আলোর সন্ধান ও প্রত্যক্ষ হাজতী ব্যক্তি অন্ধকার জীবন থেকে মুক্তি পেয়ে জীবন কে সুন্দর ভাবে সাজাতে। এমনকি হাজতীরা যেন তাদের মুল্যবান সময় বই পড়ে কাটাতে পারে।
এ পরিকল্পনা ও উদ্যোগে সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বই পড়া আন্দোলনের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
সেই সাথে বই পড়া আন্দোলন বুক কর্নারে ৫ হাজার টাকার মুল্যর বই উপহার প্রধান করেন নান্দাইল উপজেলা শাখার বই পড়া আন্দোলন।