হুমায়ূন কবির জেলা প্রতিনিধি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রায় সব বিভাগেই দালাল চক্র রয়েছে। যাদের জন্য কোন রোগী নিয়ে গেলে সাধারণ মানুষের গনতে হয় অধিক টাকা।
তাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চরপাড়া (২২ এপ্রিল মঙ্গলবার) সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ পযন্ত ১৪ জন দালাল আটক।
চরপাড়ার বিভিন্ন ফার্মেসীতে জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এর নির্দেশ ক্রমে বিজ্ঞ এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ১৪ জন দালাল কে আটক করা হয়েছে। উক্ত দালালদের কে ১৫ দিন থেকে ২ মাসের মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ ছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চরপাড়ার তিনটি অবৈধ ফার্মেসীকে অবৈধ ওষুধ রাখার অভিযোগে ১২ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন। তারা বলেন উক্ত অভিযান চলমান আছে ও থাকবে।