1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের সময় ৩ পুলিশ আহত সাদুল্লাপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত  মাদক মুক্ত সমাজ গড়তে এবং বাল্যবিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে মির্জাপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত মির্জাপুর বাজারে বিট পুলিশের সভা অনুষ্ঠিত হয়  বনানীতে নিহত পারভেজের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে: ছাত্রদল সভাপতি ব্যক্তি স্বার্থে আশিয়ান নজরুলের কূকর্ম ঢাকার চেষ্টা  যেকারণে যুবককে গলা কে টে হ-ত্যা করা হলো মাদারীপুরে মাদারীপুরে প্রধান উপদেষ্টাকে নিয়ে অপমান জনক পোষ্ট শেয়ার করায় আ.লীগ নেতা আটক স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন: ‘লাশ নিয়ে যান’ মেহেরপুরে প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ বিতরণ দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন আঃ রাজ্জাক

গোবিন্দগঞ্জে স্কুল ভবন নির্মাণ কাজে উদ্বোধন কালে বাঁধা, আটক- ২

মোঃ আলামিন হোসেন উপজেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

মোঃ আলামিন হোসেন উপজেলা প্রতিনিধি 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউপির সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধনকালে হুমকি প্রদান ও বাঁধা দেওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল, ২০২৫) বেলা ১১টার দিকে বিদ্যালয় সংলগ্ন বিবদমান জমিতে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করতে গেলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আটককৃতরা হলেন দূর্গাপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী রীনা বেগম (৫০) ও শিবগঞ্জ উপজেলার মাছপাড়া গ্রামের হাবিব সরকারের স্ত্রী মিলি খানম (৪২)। আটক দুইজনসহ ফজলুর রহমান, মজিবর রহমান, রাহাদগংদের নাম উল্লেখ করে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নূর আলম সরকার বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছেন।

জানা যায়, সমসপাড়া মৌজার ১০৮০ খতিয়ানের ৩৪৪৯ দাগে ৩৩ শতক জমির মূল মালিক সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দানপত্র করেন। বিদ্যালয়ের নামে বিআরএস খতিয়ান প্রস্তুত আছে। সম্প্রতি বিবাদীরা বিদ্যালয়ের ওই জমিকে নিজেদের মালিকা দাবি করে। এদিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ বৃদ্ধির জন্য একটি চারতলা ভবনের বরাদ্দ আসে। ওই জমিতে ভবনটি নির্মাণের উদ্যোগ গ্রহণকালে উভয়পক্ষের মধ্যে বিপত্তি বাধে। তা নিরসনে গত ১৯ জানুয়ারি সরেজমিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকারি সার্ভেয়ার দিয়ে বিদ্যালয়ের ৩৩ শতাংশ জমির সীমানায় লাল ফ্লাগ উড়িয়ে নির্ধারণ করেন। এসময় জমিতে থাকা গাছপালা কেটে নিতে ১ দিনের সময় দেন।

উদ্বোধনের দিন (২১ এপ্রিল, ২০২৫) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গাইবান্ধা; গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসারগণ সেনাবাহিন ও পুলিশ ফোর্সদের উপস্থিতিতে ভবন নির্মাণ কাজের উদ্বোধনকাজে বিবাদীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাঁধা দেওয়া চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

প্রতিষ্ঠান প্রধান জানান, বিবাদীরা অযৌক্তিক এবং জোড়পূর্বক জমিটি দখলের ষড়যন্ত্র করে আসছে। তারা প্রায়ই শিক্ষক ও শিক্ষার্থীদের নানা ভয়-ভীতি দেখিয়ে হুমকি দিয়ে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নতুন এ ভবনটিতে এলজিইডি’র অর্থায়নে এক কোটি ৮০ লক্ষ টাকা ব্যায়ে চারতলা ভিত্তি দিয়ে এক তলার ৭টি শ্রেণিকক্ষের নির্মাণ কাজ সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট