মোঃ হোসেন আলী নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল হাটবাড়ীয়া জমিদার বাড়ীর পাশের সাইফুল ইসলাম এর লিচুর বাগানে এবার বাম্পার ফলন হয়েছে বলে কৃষি বিভাগ সুত্রে জানাগেছে।
সরেজমিন গেলে তার সত্যতা পাওয়া গেছে।সাইফুল ইসলাম জানান তিনি এক একর জমিতে লিচু চাষ করেছেন।এবার এখন পর্যন্ত কোন প্রাকৃতিক দুর্যোগ হয়নি।যে কারনে লিচুর ভালো ফলন দেখা যাচ্ছে।এই অবস্থায় যদি ফসল ঘরে ওঠে তবে তিনি ভালো লাভবান হবেন বলে আসা ব্যক্ত করেন।
তার ক্ষেত দেখতে আসেন ডিএসবি (নড়াইল সদর)আলমগীর তিনি বলেন সাইফুলের লিচু বাগানের লিচু দেখে আমি সন্তুষ্ট হয়েছি।তিনি এবার ভালো লাভবান হবেন বলে আমি মনে করি।